সত্যি বলছি কবিতা লিখতে আমি চাইনি;
আদালতে দাঁড়িয়ে মেয়েটি যখন
শরীরে নখের আঁচড়, কাঁধে মারের দাগ দেখাচ্ছিলো
উৎসুক জনতা তখন নির্বাক,
ডাস্টবিনে যখন ভালবাসার নিষ্পাপ উপহার ফেলে গেলো;
চিল, শকুন আর শিয়াল কুকুরের কাড়াকাড়ি,
রাতে চাকরি থেকে বাড়ি ফেরা মেয়েটি যখন নষ্টা
ঠিক তখন মুখে কুলুপ এঁটে বসে থাকে সমাজ।
আগুনে পুড়ে মরলো যখন স্বামী,
সবাই তখন বলছিলো মেয়েটিরই যত দোষ।
বিয়ে নামে সোনা, উপহার কাড়িকাড়ি
সামান্য আবদার চাই গাড়ি, খাট, আলমারি।
এরপর নিরবে মেয়ে সেলিং ঝুলে পড়ে,
ঠিক তখনই আমি কবি হয়ে উঠি;—
ছন্দের ঘরে ঝড় উঠিয়ে বলি
আমি কবি হতে চাইনি..
তবুও বাধ্য হয়েই ছন্দে বেদনা লুকাই,
কবিতা নিয়ে বাধ্য হয়েই
কবি হয়ে উঠি।
Please do not enter any spam link in the comment box.