ভিন্ন প্রেম


রচয়িতা: সায়নি


— চোখে চোখ রেখে বলছি,

       ভালোবাসি তোকে। 

— আবেগ? 

— হ্যাঁ, আবেগ। সব প্রেম তো

      আবেগই। তবে আমার

      আবেগ কয়েক শতাব্দীর।

— সবাই তো ভাঙতে আসে।

      তুই কি তবে পুড়িয়ে ছাই

       করবি আমায়? 

— না, খাঁটি সোনা, কিংবা

      দুঃসাহসী ফিনিক্স। 

— তবে তাই হোক।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !