লেখক: জিসানুল হক
প্রিয় অরুন্ধতী,
আমার চলে যাওয়ার পথে অশ্রু বিসর্জন দিয়ে কি হবে? তুমি না কখনও আমায় শিকলে পুরোপুরি বাঁধতে পারবে, না আমি কখনও তোমায় আমার এই উদ্দেশ্যহীন পথের সঙ্গী করতে পারবো। আমরা কখনোই নিজেদের এই দ্বন্দ হতে যেমন মুক্ত হবো না, তেমনি পালিয়েও বাঁচতে পারবো না। তবুও নিরুপায় মানব সত্তার বশবর্তী হয়ে এই আলাদা পথে যাওয়া ছাড়া কিছুই করার নেই। যদি কখনো আবার এ পথে ফিরে আসার সুযোগ হয়ে ওঠে, তবে সেই ভুলকে প্রশ্রয় দিতে হবে আমায়। আমরা যে মহাকালের সমীপে এসে নিজেদের নিয়ে ভাবার বৃথা চেষ্টা করছি তা তুমি যেমন জানো, তেমনি আমিও জানি। আমরা কখনোই এই মহাকালের এই নিয়মকে ভাঙ্গতে পারিনা। তাই ছুটে চলা এ সময়স্রোতে নিজেদের অস্তিত্বকে বাঁচিয়ে রাখায় শ্রেয়। যদি কখনো এই মহাকাল চেয়ে থাকে, তবে আমাদের আবার দেখা হবে। হয়ত এই স্টেশনের প্লাটর্ফমে নয়, কিন্তু কোন এক স্টেশনের বেঞ্চিতে বসে নিজেদের হিসেব গুলো মিলিয়ে নিতে পারবো। হয়ত সেই বেঞ্চিতে বসে গোধূলী লগ্নের সেই আলো আধাঁরের খেলায় নিজেদের পাওয়া না পাওয়ায় অভিযোগ করতে পারবো। যদি তাও না হয় তবে এই মহাকাল সাক্ষী হয়ে থাকবে এই ইতিহাস লিখে রাখার জন্য। যদি তাও না হয়, তবে মহাকালের এই আকাশ সাক্ষী রইল। তার বুকে নির্জীব তারার আলোয় না হয় সেই বেদনা গাঁথা থাকলো। এই দুপুরের কটকটে রোদ না হয় এই বিদায় বেলার সাক্ষী রইল। তোমার অশ্রু না হয় সেই মুছে দিবে। আজ এই বিদায় লগ্নে শুধু এইটুকু ব্যর্থতা নিয়ে যেতে হবে, তোমায় আকাশ ভরা জোসনা দেওয়া হলো না। তোমায় ভরা পূর্ণিমায় নীল শাড়ি, চোখে কাজল আর আলতা পায়ে দেখার সাধ আমার পূরণ হলো না। হয়ত কখনো হবারও নয়। যাওয়ার বেলায় তোমার সিক্ত দুচোখের অশ্রু নিয়ে যেতে চাই। দিবে কি? ভাবতে পার এত বড় অপরাধ করে, এমনি করে আমি পালিয়ে যাচ্ছি। শাস্তি কি আমি কখনো পাবো না ভাবছো? কিন্তু, এই নিখিল ভুবনে এই একলা চলার মত শাস্তি হয়ত আর দ্বিতীয়টি নেই। যেখানেই থাকি মঙ্গল কামনা করিব। তুমি যেন হাসিখুশি থাকো প্রার্থনা করি। তোমায় দেখে রাখার ভার আমি তার উপর দিলাম। আজ হতে তিনি তোমায় দেখে রাখবে। আর আমায় নিয়ে কখনো ভেবো না, আমি নিজেকে নিজেই দেখে রাখবো। ভাবতে পারো মিথ্যে বলছি, না তা আমি বলিনি। এই প্রত্যাশা নিয়ে নিজেকে দেখে রাখবো, আমি আবার ফিরব এই মহাকালের পথে। মিলবো আবার সময়স্রোতে। যদি না পারি তবে তা আমার অদৃষ্ট। তবে, এ জীবনের ক্ষীণ এই প্রত্যাশাই আমায় বাঁচিয়ে রাখবে।
যদি কখনো আমায় ভাবতে ইচ্ছে করে গোধূলী লগ্নে আকাশের দিকে তাকিয়ে দেখ। কিংবা আকাশের ভরা নক্ষত্ররাজির মাঝে আমায় খুঁজে নিয়ো। ভালো থেকো।
ইতি,
আদিত্য
Please do not enter any spam link in the comment box.