সন্তানহীনা


কবি: প্রদীপ কুমার লাহিড়ী  


সদ্য হারানো সন্তান নিয়ে,

উন্মাদে মত্তা ছুটে চলেছে হস্তিনী

দিকবিদিক শূন্য করে!

ছিন্নবিচ্ছিন্ন হলো জনপদ;

গাছপালা-পশু-মানুষ পিষ্ট উন্মাদিনীর

বলিষ্ঠ পদচাপে।

চারিদিকে আর্তনাদ,

বাঁচাও, বাঁচাও মোদের হে বিশ্ব স্রষ্টা!

তব হাতে সৃষ্ট এ বিশ্ব ত্রিভুবন,

চমকিত সব।

দূর থেকে ভেসে আসা মধুর ধ্বনি,

ওরে ভয় নেই, ভয় নেই!

তোদের, বাঁচাবো তোদের আমি;-

উন্মাদিনী বশ করে।

ভেসে আসে মধুর বংশীবাদন,

থেমে যায় মত্তা গজের ওই

নিনাদেভরা সংহার রূপ;-

স্থাণুবৎ দন্ডায়ওমান উন্মাদিনী,

ঘিরে প্রাণীকুলের মাঝে।

শান্ত হয় সারা ধরাধাম!

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !