কবি: অদৃষ্ট
মেঘের খসে পড়া থেমে গেছে;
বাকি আছে চিহ্ন কুড়োবার...
মরুভূমির বস্তা নিয়ে এসো,
রেওয়াজ করবো দম ফুরোবার!
কুকর্মে নিকোনো চামড়া;-
রোদবৃষ্টিতে ধুয়ে নিও,
মাটি আমি জিইয়ে রাখব;
ছাঁচ গড়ে নিও।
মেঘের খসে পড়া থেমে গেছে;
বাকি আছে চিহ্ন কুড়োবার...
মরুভূমির বস্তা নিয়ে এসো,
রেওয়াজ করবো দম ফুরোবার!
কুকর্মে নিকোনো চামড়া;-
রোদবৃষ্টিতে ধুয়ে নিও,
মাটি আমি জিইয়ে রাখব;
ছাঁচ গড়ে নিও।
Please do not enter any spam link in the comment box.