শরৎ তোমার


কবি: রবীন্দ্রনাথ ঠাকুর


শরৎ, তােমার অরুণ আলাের অঞ্জলি।

ছড়িয়ে গেল ছাপিয়ে মােহন অঙ্গুলি।।

শরৎ, তােমার শিশির-ধােওয়া কুন্তলে

বনের-পথে-লুটিয়ে-পড়া অঞ্চলে

আজ প্রভাতের হৃদয় ওঠে চঞলি।।

মানিক-গাঁথা ওই-যে তােমার কঙ্কণে

ঝিলিক লাগায় তােমার শ্যামল অঙ্গনে।

কুঞ্জছায়া গুঞ্জরণের সংগীতে

ওড়না ওড়ায় একি নাচের ভঙ্গিতে,

শিউলি বনের বুক যে ওঠে আন্দোলি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !