পারিব না


কবি: কালীপ্রসন্ন ঘোষ


‘পারিব না’ একথাটি বলিও না আর,

কেন পারিবে না তাহা ভাব একবার;

পাঁচজনে পারে যাহা,

তুমিও পারিবে তাহা,

পার কি না পার কর যতন আবার

একবার না পারিলে দেখ শতবার।


পারিবে না বলে মুখ করিও না ভার,

ও কথাটি মুখে যেন না শুনি তোমার।

অলস অবোধ যারা

কিছুই পারে না তারা,

তোমায় তো দেখি নাক তাদের আকার

তবে কেন ‘পারিব না’ বল বার বার ?


জলে না নামিলে কেহ শিখে না সাঁতার,

হাঁটিতে শিখে না কেহ না খেয়ে আছাড়,

সাঁতার শিখিতে হলে

আগে তবে নাম জলে,

আছাড়ে করিয়া হেলা ‘হাঁট’ আর বার;

পারিব বলিয়া সুখে হও আগুসার।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !