কবি: আসাদুজ্জামান জীবন
সবচেয়ে কাছের মানুষকে যে কথা বলা যায়না;
সে কথা বলবার জন্য আমরা একজন দূরের মানুষ খুঁজি।
অনেক দূরের মানুষ; যার সাথে ঠিকঠাক চেনাজানা নেই।
ঠিকানা জানি না। কে সে? কোথায় বাড়ি?
এসব জানবার আগ্রহও কাজ করেনা।
একটা সময় নিজের ভেতর
কথা চেপে রাখতে রাখতে আর তা
নিজের ভেতর আগলে রাখা যায়না।
মানুষ তার নিজের কাছে যত কথা জমা রাখে,
তা একসময় ব্যথায় রূপ নেয়।
সে ব্যথা খরচ করতে ইচ্ছে হয়।
তারপর আমরা একদিন এমন মানুষের কাছে
সেই সঞ্চিত কথাগুলো খরচ করি,
যে মানুষের সাথে আমাদের কোন আবেগের সম্পর্ক নেই।
মায়ার টান নেই। বন্ধন নেই।
স্রেফ নিজের ভেতরটাকে ফাঁকা করবার জন্য
সব জমানো গল্প বলে ফেলি সুযোগে।
আমাদের সেইসব গল্প ফুরায়।
চেনাজানাহীন এক শ্ৰোতা সেসব গল্প নিয়ে
আবার দূরে চলে যায়।
তার সাথে হয়তো আর কখনোই কোন কথা হয়না।
আর দেখা হয়না।
আর কোন শব্দ ব্যয়ের আগ্রহ হয়না।
মানুষ যে কথা সবচেয়ে কাছের মানুষকে বলতে পারেনা;
সে কথা কোন এক অল্প পরিচিত দূরের মানুষকে বলে।
Please do not enter any spam link in the comment box.