কবি: আজিজুল হোসেন
প্রিয় ছোটবেলা,
তোর ওই বেলায় দুঃখ কষ্ট কী তা জানতাম না, এই বেলাতে সুখ কী তা ভুলে গেছি।
তোর ওই বেলায় ভাবনা-চিন্তা করতেই শিখিনি, এই বেলাতে ভাবনা-চিন্তার সমাহারে সৃষ্টি হওয়া প্রশ্নগুলো মনের এক কোণে জমা হয়ে পড়ে আছে।
তোর ওই বেলায় বইগুলোর প্রতি নিঃস্বার্থ ভালোবাসা এই বেলাতে হারিয়ে গেছে বেছে বেছে বই পড়ার মধ্য দিয়ে, জন্ম নিয়েছে সীমাহীন স্বার্থ।
তোর ওই বেলায় খবরের কাগজে কাটাকুটি খেলতাম, এই বেলাতে খবরের কাগজের খবরগুলো জীবনটাকে নিয়ে কাটাকুটি খেলছে।
তোর ওই বেলায় সম্পর্ক গড়ে উঠত কত সহজে, এই বেলাতে সম্পর্ক ভেঙ্গে যাচ্ছে আবার দিচ্ছি কত সহজে।
তোর ওই বেলার আদরের মানুষগুলো এই বেলাতে কাঁদিয়ে ছেড়ে চলে গেল এক অন্য জগতে।
তোর ওই বেলায় স্বপ্ন দেখতেই শিখিনি, এই বেলাতে শিখেছি। তবে মনে হয় যেন দিবাস্বপ্ন।
তোর ওই বেলায় হিংসা কী জানতাম না, এই বেলাতে চারিদিকে শুধু হিংসা আর দুর্নীতি।
তাই ভাবছি, যাবো তোর ওই বেলায় এই বেলা ছেড়ে, আর থাকবো ছোটো হয়ে।
আছিস কোথায় তুই?
Please do not enter any spam link in the comment box.