কবি: দর্পণ কবীর
তারপরও আমরা কবিতার কথাই বলব।
তোমরা যত বিভ্রমে হারাও, বিকারগ্রস্থ হয়ে
সভ্যতা তাড়াও, আমরা আলোর পথেই
নির্ভীক চলব। তোমাদের নখের কোণে
টলমলে রক্তনদ দেখে আমরা আমাদের
স্বর্ণালী বিকেলগুলো লুকিয়ে রাখব
না অন্ধকারের পিরামিডে। তোমরা যতই
হত্যাযজ্ঞে মেতে উঠ পৈচাশিক উল্লাসে,
আমাদের কোনো ভোরে থামবে না প্রার্থনা, কোনো
ফুল লুকাবে না তার লাবণ্য। এমন কি,
কোনো বন্য প্রাণীও অভিমানে ছেড়ে যাবে না
অরণ্য। তোমরা যতই হও বন্য!
তোমরা যতই রঙধনু ভাঙো, আকাশের
নীল পুড়িয়ে দাও বা মানুষ হয়েও
হায়েনার রূপ ধর, আমরা কবিতার
কাছেই ফিরে যাব-তারপরও।
Please do not enter any spam link in the comment box.