দ্বিমাসিক সৃজন বিষয় প্রতিযোগিতা



'ষাণ্মাসিক E-উপাখ্যান' ই-পত্রিকা কর্তৃক প্রতি দুই মাস অন্তর একটি নির্দিষ্ট বিষয় ই-পত্রিকার হোয়াট অ্যাপ গ্রুপের ডেসক্রিপশনে দেওয়া হবে। সেই বিষয়টির উপর যেকোনো শিল্পী (লেখক, অঙ্কনশিল্পী, আলোকচিত্রশিল্পী প্রমুখরা) তাদের স্বসৃষ্ট (পূর্বে অপ্রকাশিত) যেকোনো শিল্পকর্ম (নাম এবং ঠিকানা সহ) ঐ গ্রুপে পাঠাবেন। সেরার সেরা সৃষ্টিসমূহের মনোনয়ন করা হবে প্রতি দুই মাসের অন্তিমে।


নিয়মাবলী:
বিষয় সম্বন্ধীয় শিল্পকর্ম পাঠানোর সময় শুরুতে "#বিষয়" লিখে, তারপর শিল্পকর্মটি আমাদের ই-পত্রিকার হোয়াটঅ্যাপ গ্রুপে পাঠাবেন। শিল্পকর্ম পাঠানোর ক্ষেত্রে কোনোরূপ শব্দগত এবং সংখ্যাগত নির্দিষ্টতা নেই।


সৃজনের বিষয় (ফেব্রুয়ারি-মার্চ): "শিশুসাহিত্য"।


আমাদের ই-পত্রিকার হোয়াটঅ্যাপ গ্রুপে যুক্ত হবার লিঙ্ক :
https://chat.whatsapp.com/EHPGXjyfJxE0VLMwGcWcwN


সাম্মানিক:
সেরার সেরা শিল্পকর্মের জন্য শিল্পীরা পাবে একটি করে ই-সার্টিফিকেট এবং তাদের শিল্পকর্মটি সরাসরি স্থান পেয়ে যাবে আমাদের 'ষাণ্মাসিক E-উপাখ্যান' ই-পত্রিকায়। আর সেরার সেরা ব্যতীত শিল্পকর্মগুলিকে প্রকাশ করা হবে আমাদের ই-পত্রিকার ফেসবুক পেজে।


আমাদের ই-পত্রিকার ফেসবুক পেজ:
https://www.facebook.com/ShanmashikEUpakhyan/

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !