কবি: নীরেশ দেবনাথ
অখন্ড মন্ডলাকার এই বিশাল ব্রহ্মান্ডে
এক অদৃশ্য শক্তি আছে -
যা চাক্ষুষ করা যায় না;
এটি সর্বশক্তিমান,
সর্বত্র বিরাজমান,
সর্বমঙ্গলময়;
এই শক্তি কেবল বিশ্বাসেই অনুভূত।
এই শক্তিই অসীম বিশ্বব্রহ্মাণ্ডের চালিকাশক্তি।
এই চালিকাশক্তি দ্বারাই
অসীম এই বিশ্বব্রহ্মাণ্ডের
অগণিত নক্ষত্রপুঞ্জ, গ্রহ, উপগ্রহ
শৃংখলাবদ্ধভাবে নিরবচ্ছিন্ন ঘূর্ণায়মান।
সীমাহীন এই শক্তি ভিন্ন যা অসম্ভব।
Please do not enter any spam link in the comment box.