কবি: শর্মিষ্ঠা ঘোষ
ছেদসূত্র ছিঁড়ে তোমার বোতাম ঘিরে
সেটুকুই ঘর;-
যতিহারা হাতড়ানো বাসস্টপ।
দৃষ্টির দায় দৃশ্য আলেখ,
না শোনে অসময় ধাতু রং;
দীর্ঘ ছলছল পূর্বরাগের কোলে
হ্রস্বহীন প্রণয়।
মেঘ বিঁধিও না,
দেহ জুড়ে ভুসো;-
ভুয়ো নয় শিকড় দৃঢ়তা,
বৃন্তে বৃন্তে লেখা
মুষলধারের জন্মান্তর।
পশলা অভিযোগে না ডেকো খরা,
এত জ্বলি পুড়ি
তবু শব না হই।
রয়ে যাই কোরালে, জলজ কোলাজ!
বা, চাঁদের কলঙ্ক শত!
অথবা ভীষণ আপন ক্ষতির মতো!
আর আমার?
শুধু আমার
ব্রতকথা জুড়ে এক নিবিড় তুমি ...
Please do not enter any spam link in the comment box.