আলোকবর্তিকা


কবি: নীরেশ দেবনাথ


ব্রহ্মাণ্ডের এক পল যদি

পৃথিবীর ষাট সহস্র বর্ষ সমান হয় -

তবে বিরাট এই ব্রহ্মাণ্ডের নিরিখে

আমরা বাঁচিই বা কতক্ষণ!

দীর্ঘ এক সুড়ঙ্গের অন্য প্রান্তে

আছে এক আলোকবর্তিকা -

আমরা সকলে ছুটে চলেছি

সেটি লক্ষ্য করেই।

এই চলার পথে আসে সুখ, আসে দুঃখ।

সব জয় করে সেই আলোকবর্তিকার সন্ধানেই চলেছি আমরা।

এটি আমার, সেটি আমার

এ আমার, সে আমার -

কে বা কার!


আসলে কিন্তু ঐ আলোকবর্তিকার সন্ধানে সকলকেই যেতে হবে একা একা।

নেই কোন সহযোগী;

প্রতিযোগী নেই কেউ।

মাভৈঃ মাভৈঃ,

লক্ষ্য শুধু ঐ

আলোকবর্তিকা।

সকলে ছুটে চলেছি তারই সন্ধানে।

সকল ভেদাভেদ ভুলে,

চল সেই আলোকবর্তিকার সন্ধানে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !