কবি: দীপঙ্কর চৌধুরী
কোথা স্বর্গ? কোথা নর্গ? মিছা সব ঘর্ম!
বিবেকহীন মনুষ্যত্ব লজ্জিত নিরর্থক কর্ম,
হেনকালে আচরণে বোঝা যাহে মর্ম
আত্মগ্লানে দগ্ধ হয়া, পীড়িত মনুষ্যত্ব।
নর-নারীর চিত্তে বাসে মিলিত পরস্পরে
কেহ ভাবে স্বর্গ-নরক তাহা বহুদূরে...
ওহে! অন্ধত্ব, সেহ জনার, নয়নেতে ভাসে
কূট-ছল প্রয়োগ সঁপে মন ক্যানভাসে।
নিজ রন্ধ্রের প্রান্তে খুঁজে শুদ্ধতার বারি!
উন্মুক্ত চেতনা হারা অশুচি প্রাণ ভরি,
নরক বেদনা সহে সেরূপ নর-নারী
নিজ স্বকার্যে লুক্কায়িত তবে ভবে মরি।
অপরের মন্দ প্রথায় সঙ্গী নিজ হলে
নিকৃষ্ট, নীচ, অপরাধে দণ্ডিত হই বারে;
কেহ গণ্য লয়ে চলে, পারিবো সুদূরে...
স্বর্গ স্বরূপ রক্তদ্বার আগত নিজ দ্বারে।
অপরাধী পার পাবে না করণে দুষ্কর্ম..
সত্য একদা বিচার প্রাপ্তে হেতু নিজকর্ম,
যেহ স্থলে লুক্কায়িত রাখুক দুষ্ট বদন–
যথার্থ সময় উপস্থিতে পাবে নিজ পণ।
Please do not enter any spam link in the comment box.