কবি: জুয়েল রুহানী
তুমি স্বর্গরাণীর রূপ উপমায়
লোচনের কোণে সঞ্চিত জল,
তুমি মোচন কর হে দুঃখ-যতনা
বিরহ বেদনা করে পদতল!
তুমি পাহাড়ের গায়ে বেয়ে বেয়ে আসা
ঝর্না ধারার কল্ কল্ ধ্বনী,
তুমি চৈত্রের দাবদাহের পরে-
ফাগুনেরও আবাহনী।
তুমি গগনে উদীত চাঁদের আলোয়
জ্যোৎস্না ভেজা রাত,
তুমি তটিনীর তটে তন্দ্রাহীনা-
আঁধারের প্রতিবাদ।
তুমি আষাঢ়-শ্রাবনে বৃষ্টিধারা
নৃত্যের নানা ছন্দ,
তুমি অণু কবিতার চরণ দু'টি
গল্পের মহানন্দ!
তুমি কবির কবিতা কল্পজগতে
গল্পে আঁকা কাহিনী,
তুমি স্বর্গরাণীর রূপ উপমায়-
উপন্যাসের মোহিনী।
তুমি পৌষের ঘন কুয়াশায় আঁকা
নতুন ভোরের ছবি,
তুমি কুয়াশার ঘন আবরন ভেদে
গগনে উদীত রবি!
Please do not enter any spam link in the comment box.