তোমার উপমা


কবি: জুয়েল রুহানী


তুমি স্বর্গরাণীর রূপ উপমায়

লোচনের কোণে সঞ্চিত জল,

তুমি মোচন কর হে দুঃখ-যতনা

বিরহ বেদনা করে পদতল!


তুমি পাহাড়ের গায়ে বেয়ে বেয়ে আসা

ঝর্না ধারার কল্ কল্ ধ্বনী,

তুমি চৈত্রের দাবদাহের পরে-

ফাগুনেরও আবাহনী।


তুমি গগনে উদীত চাঁদের আলোয়

জ্যোৎস্না ভেজা রাত,

তুমি তটিনীর তটে তন্দ্রাহীনা-

আঁধারের প্রতিবাদ।


তুমি আষাঢ়-শ্রাবনে বৃষ্টিধারা

নৃত্যের নানা ছন্দ,

তুমি অণু কবিতার চরণ দু'টি

গল্পের মহানন্দ!


তুমি কবির কবিতা কল্পজগতে

গল্পে আঁকা কাহিনী,

তুমি স্বর্গরাণীর রূপ উপমায়-

উপন্যাসের মোহিনী।


তুমি পৌষের ঘন কুয়াশায় আঁকা

নতুন ভোরের ছবি,

তুমি কুয়াশার ঘন আবরন ভেদে

গগনে উদীত রবি!

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !