কবি: গোবিন্দ মোদক
শরৎ যখন আসে
শিশিরকণা ঘাসে,
সোনা-রঙা রোদ্দুর
চোখ যায় যদ্দূর!
শরৎ যখন আসে
মেঘের খেয়া ভাসে,
শিউলি পড়ে ঝ'রে
হিম ঝরানো ভোরে!
শরৎ যখন আসে
হাওয়ার দোলা কাশে,
পুজোর সানাই বাজে
সকল কাজের মাঝে!
শরৎ যখন আসে
প্রকৃতি-রাণী হাসে,
আকাশ নরম নীল
তারা সব ঝিলমিল!
শরৎ যখন আসে
শারদীয়ার মাসে,
পদ্ম-শালুক ফোটে
মৌমাছিরা ছোটে!
শরৎ যখন আসে
মহামায়া হাসে,
বাজে পুজোর ঢাক
তাকুড় নাকুড় তাক্!
Please do not enter any spam link in the comment box.