কবি: আরণ্যক বসু
আজকে আমি তােমার জন্য পাগল হবাে।
সম্পূর্ণ নতুন লুকে-
তুমি শুধুই আমার জন্য সাজবে-গুজবে।
সাদা খােলের অঞ্জলিতে, ঘাের সন্ধ্যার জমকালােতে,
তােমার জন্য নতুন করে ফিদা হবাে মাঝতিরিশে!
চালচুলাে আর একঘেয়েমির জীবনধারণ তুচ্ছ করে,
আজকে আমরা প্যান্ডেলে আর পাপড়িচাটে,
ক্লান্ত হলে পথের ধারের চায়ের ঠেকে,
চলতে চলতে আঙুল ছোঁয়ায়, বুকের স্পর্শে,
পাগল পাগল পাগল হবাে সত্যি বলছি!
অনেক রাতের ঘুম বিছানায়, মহানবমীর অপেক্ষাতে,
তখনও সেই ফুলিয়া তাঁতের গন্ধলাগা
মাঝতিরিশের ভরা শরীরে, আদর করব…
শেষ হবে না এমন আদর!
সেসব গভীর রাতের কথা,
সারাদিন তাে পড়েই থাকল।
আজকে তুমি আমার আমার আমার মধ্যে,
আজকে আমি তােমার জন্য
সারাটা দিন, সারাটা রাত পাগল হবাে;
রাজি!
Please do not enter any spam link in the comment box.