শিক্ষক হলেন জাতির আলোকবর্তিকাবাহী এবং মানব জাতির ভবিষ্যতের রূপকার। তিনি আমাদের বন্ধু, দার্শনিক এবং পথপ্রদর্শক। শুধু পুঁথিগত বিদ্যাই নয়, শিক্ষকদের থেকে যে নৈতিকতা ও মূল্যবোধের শিক্ষা অর্জন করি, তা জীবনের বাকি দিনগুলোতে বহন করে থাকি আমরা। তাই, ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণণের জন্মজয়ন্তী উপলক্ষ্যে ৫ই সেপ্টেম্বর পালিত হয় "শিক্ষক দিবস"।
ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণণ ছিলেন একজন দার্শনিক, শিক্ষক, বুদ্ধিজীবী এবং লেখক। বিংশ শতাব্দীতে তিনি দর্শন তত্ত্বের একজন মস্ত বড় পন্ডিত ছিলেন। তিনি বলেছিলেন, “৫ই সেপ্টেম্বর আমার জন্ম দিবস পালন না করে শিক্ষক দিবস হিসাবে পালন করলে আমি অধিক সম্মানিত বোধ করব।” সেই থেকে শুরু হয় শিক্ষক দিবস পালন করা। এই দিনটিতে দেশের অগণিত শিক্ষকদের আদর্শগত মহান কর্মকাণ্ডের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে এবং তাঁদের পেশাগত অবদানকে স্মরণে-বরণে শ্রদ্ধায় পালন করার জন্য সমগ্র বিশ্বের বিভিন্ন দেশে এই মহান শিক্ষক দিবস পালন করার রীতি রয়েছে। শিক্ষক হলেন জাতির মেরুদন্ড। তাই, আজ শিক্ষক দিবসে শিক্ষকদের প্রতি শ্রদ্ধা জানিয়ে কয়েকটি বিখ্যাত উদ্ধৃতি সকলের সামনে পেশ করা হল-
১. "সত্যিকারের শিক্ষক তাঁরাই, যাঁরা আমাদের ভাবতে সাহায্য করেন।" - সর্বপল্লী রাধাকৃষ্ণণ
২. "একজন মহান ও আদর্শ শিক্ষকের মধ্যে কয়েকটি বিশেষ গুণ অবশ্যই থাকা উচিত – করুণা, জ্ঞান এবং অদম্য ইচ্ছাশক্তি।" - এ. পি. জে. আবদুল কালাম
৩. "ভাল শিক্ষকরা শিক্ষার্থীদের মধ্যে থেকে কীভাবে সেরাটা বের করে আনতে হয়, তা জানেন।" - চার্লস কুরাল্ট
৪. "আমাদের মনে রাখতে হবে: একটি বই, একটি কলম, একটি শিশু এবং একজন শিক্ষক বিশ্বকে পরিবর্তন করতে পারে।" - মালালা ইউসুফজাই
৫. "আমি বরাবরই অনুভব করেছি যে শিক্ষার্থীর জন্য সত্য পাঠ্যপুস্তকই তাঁর শিক্ষক।" - মহাত্মা গান্ধী
৬. "একজন শিক্ষক সামগ্রিকভাবে প্রভাব ফেলে, কেউ বলতে পারে না তার প্রভাব কোথায় গিয়ে শেষ হয়।" - হেনরি এডামস
৭. "সৃষ্টিশীল প্রকাশ এবং জ্ঞানের মধ্যে আনন্দ জাগ্রত করা হলো শিক্ষকের সর্বপ্রধান শিল্প।" - আলবার্ট আইনস্টাইন
৮. "মাঝারি মানের শিক্ষক বলেন, ভাল শিক্ষক বুঝিয়ে দেন, শ্রেষ্ঠ শিক্ষক করে দেখান। মহান শিক্ষক অনুপ্রাণিত করেন।" - উইলয়াম আর্থার ওয়ার্ড
৯. "শিক্ষক হলেন পরিচালক ও নির্দেশক। তিনি নৌকাটি চালিয়ে যান, কিন্তু চালিকাশক্তির উৎস হল শিক্ষার্থী।" - জন ডিউই
১০. "যদি তুমি জীবনে সাফল্য অর্জন করে থাকো তাহলে মনে রাখবে তোমার পাশে একজন শিক্ষক ছিলো, যে তোমাকে সাহায্য করেছিলো।" - বারাক ওবামা
Please do not enter any spam link in the comment box.