কবি: সায়ন বরকন্দাজ
জীবন মগন মরণ দাঁড়ায়ে
দুবাহু বাড়ায়ে পিছে,
কত কোলাহল জমা হলাহল
ছড়াই কেন যে মিছে?
ছেড়ে চলে যায় চিরতরে হায়
কত যে আপন জন,
মানে না যখন বিদায় লগন
উথলিত হয় মন।
বিদায় বেলায় কি অবহেলায়
পিছে পড়ে রয় সব,
হাসিমাখা কথা সুখ ভরা গাথা
কেমনে ভুলিয়া রব?
কত হাসি গান খুশি
আঁখি জল ঝরে শত।
তোমাদের কথা পরাণেতে গাথা
কত আপনার জন,
তবু যাবে চলে চির ছায়াতলে
মানতে চায় না মন।
তন্ময়ী মাতা মৃন্ময়ী যে
রবে মননেতে তুমি,
শ্রদ্ধাঞ্জলি মাটির পুতলি
চরণে তোমার নমি।
Please do not enter any spam link in the comment box.