কবি: নির্মল কুমার প্রধান
কাল যদি রাখী বাঁধা আজ কেন দ্বন্দ্ব
ভালোটার ঠিক পরে এ কি নয় মন্দ?
ভালো খুঁজি ভালো বুঝি ফাঁকি তার মধ্যে
জীবনটা কবিতায় নাকি যাবে গদ্যে!
হৃদয়ের খাল বিল কেন হবে রুগ্ন,
আজ যদি টুলটুল কাল দেখি শুকনো!
মন সে যে উঁচু হ'লে প্রাণে রবে খাদ কি,
উপত্যকা রঙ পেলে আলোছায়া বাদ কি?
চারাগাছ রোপণে যে শস্যের স্বপ্ন সে
ভরে দিক রঙ রঙ বসন্তের লগ্ন সে।
অপরূপ সকালটা তেজ নিয়ে থাক্ না
দুপুর -বিকেল-সাঁঝ একরেখ যাক্ না।
Please do not enter any spam link in the comment box.