কবি: রবীন্দ্রনাথ মন্ডল
একদিন স্বপ্নে তোর হাত ধরবো বলে
অনেক রাতে ঘুমাই শেষে এসে
স্বপ্ন আমায় উচ্ছে ক্ষেতের পাড়ে
ধূলায় লুটায় কোন সে নিরুদ্দেশে।
তোকে নিয়ে হাঁটব জীবন ভোর
স্বপ্ন দেখি ইচ্ছে আকাশ পাড়ে
সারা জীবন আমার হোস্ যদি
এই আশা তেই লড়ছি মরু ঝড়ে।
স্বপ্নে তোকে অনেক আপন ভাবি
ভরা সুখে নীল গোলাপের চাষ
তোর হাতে-তেই রাখবো আমার হাত
এই আশাতেই হাঁটছি বারোমাস।
স্বপ্ন জুড়ে খুঁজবো প্রিয় শহর
কলেজ ফাঁকে একটু ঘুরে যাস
বসন্ত মাঠ সোনালী বিকেল জুড়ে
পলাশ ডাঙ্গায় করবো নতুন বাস।
আমি এখন প্রবল রোদের মাঠে
হাঁটছি জোরে দিচ্ছি দৌড় দু'পা
তুই যদি এগিয়ে আসিস সটান
বেল ফুলে বাঁধব চুলের খোঁপা।
স্বপ্ন আমার তোকে ঘিরেই বাঁচা
জীবন নদীর ছন্দ পতন ঘাটে
তুলসী তলায় প্রদীপ জ্বালিস যদি
স্বপ্ন আমার সত্যি হয়ে হাঁটে।
Please do not enter any spam link in the comment box.