কবি: পূর্ণেন্দু পত্রী
আজ তোমাকে অনেক নামে ডাকতে ইচ্ছে করছে
ডাকবো?
আজকে তুমি প্রথম শ্রাবণ সঙ্গে চাপার গন্ধ
মাখবে?
গভীরতর গানের ভিতর খেয়া দেয়া নৌকা
চলছে।
একটু আগে হাসলে যেন আকাশ সোনার আঙটি
গলছে।
এখন তোমায় ‘কুরুস কাঠি’ এই নামেতে ডাকবো
শুনছো?
ছিলাম সুতো, তাকে হাজার চৌকো গোল নকশায়
বুনছো।
Please do not enter any spam link in the comment box.