কথোপকথন ৮


কবি: পূর্ণেন্দু পত্রী 


– উত্তরোত্তর অত্যন্ত বাজে হয়ে উঠছো তুমি।

আজ থেকে তোমাকে ডাকবো

চুল্লী।

কেন জানো? কেবল পোড়াচ্ছ বলে।

সুখের জন্যে হাত পাতলে যা দাও সে তো আগুনই।


– উত্তরোত্তর অত্যন্ত যা-তা হয়ে উঠছো তুমি।

আজ থেকে আমিও তোমাকে ডাকবো

জল্লাদ।

কেন জান? কেবল হত্যা করছো বলে।

তোমাকে যা দিতে পারি না, তার দুঃখ

সে তো ছুরিরই ফলা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !