কবি: ইথার আখতারুজ্জামান
বৃষ্টি
তোমাকে আজ খুব কাছ থেকে ছুঁয়েছি,
ভীষণ কাছ থেকে।
ঠিক যেমন আমি ছুঁয়েছিলাম
আমার প্রথম প্রেমের প্রথম স্পর্শকে!
জান বৃষ্টি?
এই স্পর্শ একদিন আমার বুকেতে
অসময়ে যুবক হওয়ার স্পর্ধা এনে দিয়েছিল।
কীভাবে একাকীত্বের যন্ত্রণা অনুভব করতে হয়
তা শিখিয়েছিল।
শূন্যতার ও যে একটি নিজস্ব ব্যাকরণ বোধ আছে তা জানিয়েছিল!
তোমার মনে আছে বৃষ্টি
শেষ আষাঢ়ের আমন্ত্রণে তুমি কেঁদে যখন অভিমান ভাঙ্গলে,
সেদিন মেঘেদের মনে একধরনের রহস্যময় চাঞ্চল্য এনে দিয়েছিলে,
বদ্ধ হুডের রুদ্ধ ভালবাসায় প্যাডেলের গতি তখন বাস্তবিক ভাবেই
অসীম ছিল!
বৃষ্টি, তুমি আজ আবার এলে
নিছক একটি লিলুয়া অতীত হয়ে!
বৃষ্টি, তোমাকে আজ আমি খুব কাছ থেকে দেখেছি,
খুব কাছ থেকে;
যে ভাবে দেখেছিলাম ওর চোখে আমার শেষ স্বপ্নগুলোকে।
Please do not enter any spam link in the comment box.