কবি: ইথার আখতারুজ্জামান
একদিন তোমার আক্ষেপের ডানায় ভর করে
আমার মৃত্যুদিন চলে আসবে।
অনেক কিছুরই অপেক্ষা ফুরিয়ে যাবে,
তোমার আমার।
চাওয়া পাওয়ার হিসেবগুলো মেলাতে পারবে না
পৃথিবীর কোনো ক্যালকুলেটর।
তোমার জানা হয়ে যাবে
দাঁড়িয়ে থেকে চলে যাওয়া দেখতে কেমন।
কবি মরে গেলে কবিতারা হয়ে যায়,
কতটা একা।
তুমি টের পাবে,
নীরবতা কতটা চোখ শূন্য জলে নকশা আঁকলে পরে
তাকে বলে সত্যিকারের স্তব্ধতা।
এতকিছু জানাজানির পরও
তোমার অনেক কিছু থেকে যাবে অজানা।
তোমার কখনই জানা হবে না
কতটা ব্যথা বুক থেকে সেচলে পরে,
কতবার কতভাবে মরণ হলে
‘ভালোবাসা যাচ্ছে না আর’
এমন একটা কথার ভয়াবহতা!
তুমি ভালো থেকো,
যেভাবে থাকে ফসল শূন্য মাঠে
একটা কাকতাড়ুয়া একা।
Please do not enter any spam link in the comment box.