কবি: সোহিনী শবনম
যে কোমল হাত, তোমার হাত ধরে
জীবনে এগোতে চেয়েছিল,
প্রতিটা মুহূর্তে পাশে পেতে এবং
পাশে থাকতে চেয়েছিল,
সেই হাতটার দিকে তাকিয়ে,
তুমি অপ্রত্যাশিত ভাবে বললে-
"এই হাতটা বড় চাপ সৃষ্টি করে,
এই হাতটা আমার অগ্ৰগতির পথে বাধা।"
কোমল হাতটা এক মুহূর্তে কুঁচকে গেল,
চামড়া গুলো মাংস ছেড়ে পালাতে চাইলো।
তাও সব কিছু সংবরণ করে মনে মনে সে বলল,
"আমি তোমার জীবনে বাধা হতে চাইনি,
চেয়েছিলাম কঠিন মুহূর্তের সম্বল হতে...
আর তুমি আমাকেই কঠিন সমস্যা ভেবে বসলে!
যাই হোক আগাছার মতো জড়িয়ে থাকা হাত
তোমায় মুক্ত করে দিল, পিছুটান রইল না কোনো।"
তবে একটা কথা,
পিছু ফিরে তাকালে হয়তো দেখতে পেতে,
ঐ নরম হাতটাই শক্ত মুঠোতে পরিণত হয়েছে।
যে মুঠো তোমার জন্য খোলা ছিল
সেই মুঠোই আজ তোমার জন্য বন্ধ।
মনে রেখো, এই মুঠো নিজের জন্য বন্ধই থাকবে,
তুমি আর সেটার প্রসারণের আশা কোরো না।
Please do not enter any spam link in the comment box.