শত বর্ষ জন্মে ছোটো পঙ্কজ
"এই পথ যদি না শেষ হয়, তবে কেমন হতো তুমি বলতো! " , না আপনি যে পথে চলা শুরু করেছিলেন, শেষ হয়নি আজ ও। কোনো দিন নিজের চোখে দেখিনি আপনাকে, শুধু শুনে গেছি আপনার অজস্র সৃষ্টি, অজস্র গানের মালা, আপনার তৈরি লক্ষ লক্ষ সুর।
"এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন", " মুছে যাওয়া দিন গুলি"," এই রাত তোমার আমার"," চঞ্চল মন আনমনা হয়", "ওগো কাজল নয়না হরিণী", "সূর্য ডোবার পালা আসে যদি আসুক", "তারে বলে দিও"; আরো কতো কতো গান যা সেই ছোটো থেকে মন কে আপ্লুত করে দেয়। তখন শুধু শুনে গেছি আপনার গাওয়া "আমায় প্রশ্ন করে নীল ধ্রুবতারা", "সুরের আকাশে তুমি যে গো শুকতারা", "সবাই চলে গেছে" এসব গান। জানতেও চাইনি যে এসব কার গাওয়া, এখন জেনেছি। বাংলা সিনেমাতে উত্তম কুমার - হেমন্ত মুখোপাধ্যায় এর জুটি কে ই বা ভুলতে পারে! রবীন্দ্র সঙ্গীত এও আপনি দিয়েছিলেন এক নতুন মাত্রা, সঙ্গীত এর এখন কার মতো এত উপকরণ না থাকার সত্ত্বেও আপনি রচে ও গেয়ে গিয়েছেন কালজয়ী সব গান, যা আজ ও অন্য কারোর কণ্ঠে শুনতে ভালো লাগে না আপনি ছাড়া।
শুধু কি বাংলা, হিন্দী সিনেমা তে ও তো আপনার রাজত্ব চলেছে, সমস্ত ভারতবাসীর মন কেড়ে নিয়েছেন আপনি " ইয়ে নয়ন ডারে ডারে", হে আপনা দিল তো আওয়ারা"," ইয়াদ কিয়া দিল নে" ," জানে ও কেইসে লোগ থে"," তুম পুকার লো" এসব অনবদ্য সৃষ্টি দিয়ে। এস ডি বর্মন, নচিকেতা ঘোষ, পঙ্কজ মল্লিক , সলিল চৌধুরী এদের সাথে আপনার মেল বন্ধন, সে কোনো সঙ্গীতপ্রেমী মানুষ ভুলতে পারে না আর পারবে ও না। শ্যামল মিত্র , আপনার শিষ্য সম ছিলেন, যাকে আপনি বকা, ভালোবাসা, আদর সব দিয়েছেন; আর সেই গৌরীপ্রসন্ন মজুমদার, কালের যুগের এক উজ্জ্বল গীতিকার, তাঁর সাথেও আপনার বন্ধন দিয়েছে বাংলা সিনেমা ও বাংলা সঙ্গীত কে এক অন্য মাত্রা।
আপনার সুরে সুর মিলিয়েছেন লতা মুঙ্গেশকর, আশা ভোঁসলে, গীতা দত্ত, মান্না দে, মুকেশ, মহম্মদ রফি এনাদের মতো সঙ্গীত ব্যাক্তিত্ব। দেভ আনন্দ, রাজ কাপুর, দিলীপ কুমার, গুরু দত্ত এদের মতো সনামধন্য নায়ক দের গানের আওয়াজ ছিলেন আপনি। দুটো জাতীয় সম্মান, দুটো ফিল্ম ফেয়ার, মধুসূদন পুরস্কার এসব কিছুই আপনার হতে আসতে পারে ধন্য হয়েছে।
একজন মানুষ এত ভালো সুরকার একাধারে, অন্যধারে এত সুন্দর সুরের ও অধিকারী, মনে হয়না আপনার প্রতিস্থাপক আর কেও কোনো দিন আসবে। আপনি প্রত্যেক বাঙালির মনে প্রাণে আত্মায় আজ ও জীবিত আপনার গানের মধ্য দিয়ে। আপনার সুর দিয়ে আজও বাঙালির দিন শুরু বা শেষ হয়।
তাই " এই পথ যদি না শেষ হয়" তবে ভালো ই হয়, আর আপনার তৈরি করা এই লক্ষ লক্ষ আলোকবর্ষ বিস্তৃত এই পথ কোনোদিন শেষ হবে না।
শতবর্ষে জন্মদিনে প্রণাম নেবেন, আপনার এক পরম ভক্তের কাছ থেকে।
- বিক্রম
Please do not enter any spam link in the comment box.