বসন্ত হাজির


কবি: অরবিন্দ সরকার

                        

বসন্ত এসেছে দ্বারে, ভ্রমর গুঞ্জন

ফুলের বাতাসে;- গন্ধ পুলকিত মন।

কোকিলের কুহুতানে গানের ভুবন,

পাতাঝড়া বৃক্ষে শুরু নব আবরণ।


শীততাপ নিয়ন্ত্রিত কালের গঠন,

অপরূপা মনোলোভা প্রকৃতি শোভন;

কৃষ্ণচূড়ায় ফাগুন রক্তিম রতন,

হোলি খেলা এ নিকুঞ্জে কানু নিধুবন!


বসন্তে প্রতিষেধক রোগীর যতন,

নিমপাতা হরিদ্রার খাদ্যে সংমিশ্রণ।

পার্বতী বাসন্তী রূপে মর্ত্যে আগমণ,

চড়ক পূজা পল্লিতে শিবের গাজন।


ঋতুরাজ বসন্তের মহিমা লিখন,

কবির কল্পনা সেথা করে বিচরণ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !