কবি: দর্পণ কবীর
আমি বার বার অরণ্যে হারাই, নির্জনতায়
ডুবে থাকি। তুমি সুনীল আকাশে উড্ডীন
গন্তব্য জানা পাখি। তুমি সমুদ্র বিলাসী, তোমাকে
আহ্লাদে ভাসিয়ে নিয়ে যায় উত্তাল জলরাশি।
আমি রোদের তীর্যকে পোড় খাওয়া বালু কণা, স্বপ্ন বিমুখ
বিষাদে আনমনা। তুমি নিঃশঙ্কোচে হাত বাড়িয়ে
নাও জৌলুসের কলতান, আমি ম্রিয়মাণ চাপা অভিমান!
জানি, তোমার উচ্ছ্বাস নিয়ে আনন্দের অতিশয্যে
রংধনু হয় বাঁকা, অন্ধকারের স্বরলিপি নিয়ে
আমার নিভৃত্যে পড়ে থাকা। তুমি আছ ঠিক, তোমারই
মতো। আমি সামলে নিয়েছি পেয়ে হারানোর ক্ষত!
Please do not enter any spam link in the comment box.