কবি: স্বপ্নীল চক্রবর্ত্তী
যে মেয়েটা এইমাত্র গায়ে হলুদের স্নান সেরে এলো, ও আমার প্রেমিকা।
বসতে চাইলে উঠোন হতো, ঘুমোতে চাইলে কোল।
ও আমার প্রেমিকা, বয়স তেইশ বছর, বাবা নেই, মামার বাড়িতে মানুষ।
আমার কোন শার্টে কটা বোতাম ছিঁড়ে গেছে, কটা চাকরি হবে হবে করেও হয়নি, ও সব জানে।
ও জানে আমি কখন বাড়ি ফিরি, মাসের কোন সময়টাতে আমার পকেটে টাকা থাকে না,
আমার মাথাব্যথা কোন ট্যাবলেটে ভালো হয়, আমার কোন বন্ধুটা ভালো, কোনটা সুবিধাবাদী, ও সব জানে।
সে আমার প্রেমিকা, মন খারাপ হলে হাসে, মন ভালো থাকলে ঝরঝর করে কেঁদে দেয়,
যাকে হাসতে দেখছো, লজ্জা পেতে দেখছো তার কথাই বলছি। ও আমার প্রেমিকা! কাল আরেকজনের বউ? হবে হয়তো!
ও আমার প্রেমিকা, আজ ও আছে, কাল ও থাকবে;
গল্পে না থাকলেও কবিতায় থাকবে,
রান্নাঘরে না থাকলেও ছাদের জমিয়ে রাখা অন্ধকারে থাকবে,
রোদ্দুরে না থাকলেও ঝড়ের তীব্রতায় থাকবে।
ও আমার প্রেমিকা।
Please do not enter any spam link in the comment box.